নয়াদিল্লি, ৭ অক্টোবর : সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে নকশাল প্রভাবিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে পর্যালোচনা বৈঠকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই যোগ দেন। এই পর্যালোচনা বৈঠকে ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা-সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া এদিনের এই বৈঠকে মুখ্যমন্ত্রী সাই ছত্তিশগড়ে জারি থাকা নকশাল অভিযান এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন বলে জানা গেছে।