Country

1 year ago

PM Modi: ভারতকে রক্ষার জন্য বিএসএফ-এর বীরত্ব ও অটুট মনোভাব তাঁদের অঙ্গীকারের প্রমাণ : প্রধানমন্ত্রী

BSF's bravery and unflinching attitude to protect India is proof of their commitment: PM
BSF's bravery and unflinching attitude to protect India is proof of their commitment: PM

 

নয়াদিল্লি, ১ ডিসেম্বর: প্রতিষ্ঠা দিবসে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-কে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএসএফ-কে কুর্নিশ জানিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, "আমাদের দেশকে রক্ষার জন্য বিএসএফ-এর বীরত্ব ও অটুট মনোভাব তাঁদের অঙ্গীকারের প্রমাণ।" প্রতিবছর ১ ডিসেম্বর দিনটি সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়।

শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "বিএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে, আমরা এই দুর্দান্ত বাহিনীকে প্রশংসা করছি, এই বাহিনী আমাদের সীমান্তের অভিভাবক হিসাবে একটি ছাপ রেখেছে। আমাদের দেশকে রক্ষা করার জন্য তাঁদের বীরত্ব এবং অটুট মনোভাব অঙ্গীকারের প্রমাণ। প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে উদ্ধার ও ত্রাণ কাজের সময় বিএসএফ-এর ভূমিকারও প্রশংসা করতে চাই আমি।"


You might also like!