Country

8 months ago

Bomb threat in flight :কলকাতাগামী বিমানে বোমা বিস্ফোরণের হুমকি

Bomb blast threat on Kolkata-bound flight
Bomb blast threat on Kolkata-bound flight

 

চেন্নাই, ৩ জুন : ফের বিমানে বোমা হামলার হুমকি। এই নিয়ে সোমবার দুটি পৃথক উড়ান সংস্থার কাছে বোমা হামলার হুমকি এল। বিমানটির গন্তব্য ছিল চেন্নাই থেকে কলকাতা।

জানা গেছে, সোমবার চেন্নাই থেকে কলকাতাগামী ওই বিমানে বোমা বিস্ফোরণ হতে পারে বলে বিমান সংস্থার কলসেন্টারে একটি হুমকি আসে। এদিন হুমকি পাওয়া মাত্রই কোনওরকম ঝুঁকি না নিয়ে একটি উপকূলে বিমানটি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সমস্ত পরীক্ষার পর পুনরায় বিমানটিকে বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় দুঘন্টা পরে বিমানটি যাত্রীদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। বিমানে পরপর এইভাবে বোমা হামলার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিমান পরিবহনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা।


You might also like!