Country

4 months ago

Mohan Charan Majhi:বিজেপি বৃহত্তম দল, মানুষের বিকাশের জন্য আলাদা আদর্শ রয়েছে দলের : মোহন চরণ মাঝি

Mohan Charan Majhi
Mohan Charan Majhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বিজেপি বৃহত্তম দল, মানুষের বিকাশের জন্য আলাদা আদর্শ রয়েছে দলের। দাবি করলেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ওডিশার কটক জেলার বাঁকি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারাং-এ বিজেপির 'বুথ স্তরের' সদস্যপদ অভিযানে যোগ দেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি বলেছেন, "বিজেপি সবচেয়ে বড় দল এবং মানুষের উন্নয়নের জন্য আলাদা আদর্শ রয়েছে। ওডিশায় বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে এবং ওডিশায় এটি জনগণের সরকার। আমরা একটি বিকশিত ওড়িশা চাই, একটি নতুন ওডিশা চাই।"

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "আগের বিজেডি সরকার ভগবান জগন্নাথের রত্ন ভান্ডার খুলতে ব্যর্থ হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, নতুন বিজেপি সরকার নিজস্ব প্রথম মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছিল এবং চারটি দরজার পাশাপাশি ভগবান জগন্নাথের রত্ন ভান্ডার খুলে দিয়েছে।"


You might also like!