Country

1 month ago

Samrat Choudhary:মুকেশের পরিবারের পাশে আছে বিহার সরকার : সম্রাট চৌধুরী; দুঃখিত গিরিরাজ

Samrat Choudhary
Samrat Choudhary

 

পাটনা, ১৬ : বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানির পিতা জিতেন সাহানিকে খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মঙ্গলবার সম্রাট বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং জেলে ভরা হবে। সরকার মুকেশ সাহানির পরিবারের পাশে রয়েছে।

এদিকে, জিতেন সাহানিকে হাত্যা ঘটনায় বিশেষ টিম গঠন করেছেন পুলিশ। দারভাঙার সুপল বাজার এলাকার একটি বাড়ি থেকে দেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুকেশদের পৈতৃক বাড়ি সেটি। সেখানেই থাকতেন সত্তরোর্ধ্ব জিতেন। ক্ষতবিক্ষত দেহ দেখে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে এটি খুনের ঘটনা।

এই হাত্যা ঘটনায় বিহারের মন্ত্রী নীতিন নবীন বলেছেন, "অবিলম্বে সিট গঠন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যার সম্ভাব্য কারণ ব্যক্তিগত শত্রুতা অথবা অন্য বড় কারণ বলে মনে হচ্ছে। সরকার অবিলম্বে বিষয়টি তদন্ত করবে। অপরাধীদের শাস্তি দেওয়া হবে।" এই খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "অভিযুক্তরা রেহাই পাবে না। রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।"

You might also like!