kolkata

4 months ago

Tight security in Nabanna and adjoining areas:নবান্ন ও সংলগ্ন আঁটোসাঁটো নিরাপত্তা, কলকাতাতেও মোতায়েন পুলিশ বাহিনী

Tight security in Nabanna and adjoining areas
Tight security in Nabanna and adjoining areas

 

কলকাতা, ২৭ আগস্ট : "ছাত্র সমাজ"-এর নবান্ন অভিযানের কথা মাথায় রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই নবান্ন ও সংলগ্ন এলাকায় আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। বৃষ্টির মধ্যেই বিভিন্ন গাড়ি দাঁড় করিতে চেকিং করা হয়। কলকাতাতেও মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। জেলা থেকে উচ্চ পদস্থপুলিশ আধিকারিকদের নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ জন আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসার থাকবেন বলে জানা গিয়েছে। এছাড়াও, ডিসি, এডিসিপি, এসিপি-সহ একাধিক পদমর্যাদার আধিকারিকরাও থাকবেন।

মন্দিরতলা, চাটার্জি হাট, শিবপুর, কাজিপাড়া, ক্যারি রোড, শালিমার, বি গার্ডেন এলাকায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনা এক্সপ্রেসওয়ে ও ফোরশোর রোডে যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


You might also like!