Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Country

11 months ago

Assam Flood:আরও দু'জনের মৃত্যুর পর অসমে বন্যায় নিহত ৯৩, হিমন্তের সঙ্গে কথা অমিত শাহের

Death toll in Assam floods continues to rise
Death toll in Assam floods continues to rise

 

নয়াদিল্লি ও গুয়াহাটি, ১৫ জুলাই : অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আরও দু'জনের মৃত্যুর পর অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩। বিগত ২৪ ঘন্টায় করিমগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে দু'জনের। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার করিমগঞ্জ জেলায় একটি শিশু-সহ দুই জনের মৃত্যু হয়েছে এবং মোট মৃতের সংখ্যা ৯৩-এ পৌঁছেছে।

বন্যায় খুবই খারাপ অবস্থা অসমে, এই পরিস্থিতিতে সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। এছাড়াও উত্তর প্রদেশ এবং গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন অমিত শাহ। উভয় রাজ্যে বর্ধিত জলস্তর সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীদের কেন্দ্রীয় সহায়তার পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।


You might also like!