Country

1 year ago

Amit shah : বিজেপি যা বলেছে, তা করেও দেখাবে; ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে বার্তা অমিত শাহের

Amit Shah ?(File picture)
Amit Shah ?(File picture)

 

বেমেত্রা (ছত্তিশগড়), ১৫ নভেম্বর : বিজেপি যা বলেছে, তা করেও দেখাবে; ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রচারে বললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার ছত্তিশগড়ের বেমেত্রা জেলার সাজা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে গিয়ে অমিত শাহ বলেছেন, "ভূপেশ কাক্কাও বলেন তাঁরা গ্যারান্টি দেবেন। যাদের নিজের কোনও গ্যারান্টি নেই তাদের গ্যারান্টি দিয়ে কি লাভ? যেখানে আমাদের ইস্তেহার নরেন্দ্র মোদীর গ্যারান্টি। আমরা যা বলেছি, তা করেও দেখাব।"

অমিত শাহ জোর দিয়ে বলেছেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার ৫ বছরের জন্য ছত্তিশগড়ের প্রতিটি মাতা-কে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কাজ করবে। এখানে, বিজেপি সরকার প্রতিটি বিবাহিত মহিলাকে প্রতি বছর চেকের মাধ্যমে ১২ হাজার টাকা দেবে। সমস্ত মাহাতারির কাছে আমার অনুরোধ এই যে বিজেপি কর্মীরা এই প্রকল্পের জন্য ফর্ম পূরণ করছেন, আপনি ফর্মটি পূরণ করুন এবং নিজেকে নিবন্ধিত করুন।" অমিত শাহ আরও বলেছেন, "আপনারা একদম চিন্তা করবেন না। ৩ ডিসেম্বর এখানে বিজেপি সরকার গঠন হতে চলেছে। মোদীজি আপনাদের গ্যারান্টি দিয়েছেন, বিজেপি সরকার একইসঙ্গে ১ লক্ষ সরকারি পদে স্বচ্ছ নিয়োগের কাজ করবে। এই গ্যারান্টি অক্ষত থাকবে।"

You might also like!