Country

11 months ago

Amit Shah and Nadda meet LK Advani:লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ ও নাড্ডার, ভারতরত্ন ঘোষণায় শুভেচ্ছা উভয়ের

Amit Shah and Nadda meet LK Advani
Amit Shah and Nadda meet LK Advani

 

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : প্রবীণ বিজেপি নেতা ও লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দিল্লিতে আডবাণীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন অমিত শাহ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে লালকৃষ্ণ আডবাণীকে। সেই ঘোষণার পর মঙ্গলবার আডবাণীকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। আডবাণীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিনই প্রবীণ বিজেপি নেতা ও লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা, আমাদের আদর্শ শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবাণীজিকে 'ভারতরত্ন' প্রদানের সিদ্ধান্তের পরে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি। ভারতীয় গণতন্ত্র ও রাজনীতিকে শক্তিশালী, জ্ঞাত ও উন্নত করার ক্ষেত্রে আডবাণীজির অবদান অবিস্মরণীয়। মানুষের মধ্যে দেশপ্রেম ও জনসেবার দৃঢ় অনুভূতি তৈরির জন্য তাঁর কাজ সর্বদা বিজেপি কর্মীদের অনুপ্রেরণা জোগায়।


You might also like!