Country

1 month ago

Bihar: তাপের দাপটে জনজীবন বিপর্যস্ত বিহারে, ১৫ জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ

All schools remain closed till June 15 in Bihar due to heat wave
All schools remain closed till June 15 in Bihar due to heat wave

 

পাটনা, ১১ জুন : বিহারের বিভিন্ন অংশ তীব্র তাপপ্রবাহের কবলে। অস্বস্তিকর প্রচন্ড গরমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। বিহারের ভোজপুর, আরোয়াল, রোহতাস, বক্সার, শেখপুরা ও বেগুসরাইয়ের মতো অনেক জেলায় তাপমাত্রার পারদ উঠেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়ছে বেশিরভাগ স্কুল পড়ুয়া। অনেক পড়ুয়া, বিশেষ করে ছাত্রীরা গরমে জ্ঞান হারিয়েছে বক্সার, পাটনা, শেখপুরা সহ বিভিন্ন জেলায়।

এই পরিস্থিতিতে বিহারের সমস্ত স্কুলে ১৫ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিহারে অস্বস্তিকর প্রচন্ড গরমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতি বিবেচনা করে ১১ থেকে ১৫ জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। শিক্ষকদেরও এই সময় ছুটি দেওয়া হয়েছে।


You might also like!