Country

10 months ago

Exchange of Rs 2000 notes: ব্যাংকে জাল ২,০০০ টাকার নোট বদলাতে গিয়ে ধরা পড়লো উত্তর প্রদেশের এক ধনীর ছেলে

2000 notec
2000 notec

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ RBI এর নির্দেশ অনুযায়ী সারা দেশে ২,০০০ টাকার নোট পরিবর্তনের হিড়িক পড়ে গেছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে জাল নোট নিয়ে ধরা পড়লো উত্তর প্রদেশে। উত্তরপ্রদেশের আগরার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২,০০০ টাকার জাল নোট বদলাতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তি স্থানীয় এক কোটিপতি সোনা-রুপোর ব্যবসায়ীর ছেলে। 

তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র একটি শাখায় মোট ২ কোটি ৮৫ লক্ষ টাকা অঙ্কের ২০০০ টাকার নোট বদলাতে গিয়েছিলেন। সেই নোটের বান্ডিলের মধ্যে ১৩টি জালনোট ছিল।ব্যাংক সূত্রে জানা যাচ্ছে,  ওই ঘটনার দু’দিন আগেও বিপুল অঙ্কের ২০০০ টাকার নোট বদলেছিলেন ধৃত ব্যক্তি। 

মঙ্গলবার থেকে দেশ জুড়ে বিভিন্ন ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদল করার প্রক্রিয়া শুরু হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলার বলছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে বিনা বাধায় বদলে নেওয়া যাবে ২০০০ টাকার নোট। তার জন্য প্যান বা আধার কার্ডের মতো কোনও পরিচয়পত্র দেখাতে হবে না। এমনকি, নোটবদলের জন্য ব্যাঙ্কের কোনও ফর্মপূরণ করতেও হবে না! আরবিআইয়ের পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-সহ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।

You might also like!