Country

11 months ago

Mathura Accident: যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত ৫

5 dead in collision between car and bus on Yamuna Expressway
5 dead in collision between car and bus on Yamuna Expressway

 

মথুরা, ১২ ফেব্রুয়ারি : একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত ৫ ব্যক্তি। সোমবার সকালে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ডিভাইডারে ধাক্কা দেয়, তারপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ বাঁধে। এই দুর্ঘটনায় ৫জনের মৃত্যু হয়েছে। সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে।

সিনিয়র সুপারিন্টেন্ড অফ পুলিশ শৈলেশ পাণ্ডে জানিয়েছেন, যুমনা এক্সপ্রেসওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আগ্রা থেকে নয়ডা যাওয়ার পথে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা দেয় তারপরই একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাসের। সংঘর্ষের পর বাস এবং গাড়িতে আগুন ধরে যায়। বাসের যাত্রীরা তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়ে প্রাণে বেঁচে যায়। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ির আগুন নেভায়।


You might also like!