Country

3 weeks ago

Sabarmati Express derailed near Kanpur:কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি বগি, কেউ হতাহত হননি

Sabarmati Express derailed near Kanpur
Sabarmati Express derailed near Kanpur

 

কানপুর, ১৭ আগস্ট : উত্তর প্রদেশের কানপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল ১৯১৬৮ সবরমতী এক্সপ্রেস। শনিবার ভোররাত ২.৩৫ মিনিট নাগাদ রেললাইনে থাকা কোনও বস্তুর সঙ্গে ধাক্কা লাগার পরই সবরমতী এক্সপ্রেস বেলাইন হয়ে যায়। মোট ২২টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে, সৌভাগ্যবশত এই ট্রেন দুর্ঘটনায় কেউ হতাহত হননি। ট্রেনটি বারাণসী থেকে রওনা দিয়েছিল, গন্তব্য ছিল আহমেদাবাদ।

ভারতীয় রেল জানিয়েছে, শনিবার ভোররাত ২.৩৫ মিনিট নাগাদ সবরমতী এক্সপ্রেস (বারাণসী থেকে আহমেদাবাদ) কানপুরের কাছে লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিনটি রেললাইনের ওপর রাখা বস্তুকে আঘাত করে এবং লাইনচ্যুত হয়ে যায়। তীক্ষ্ণ আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। প্রমাণ সুরক্ষিত রয়েছে, যা লোকো থেকে ১৬-তম কোচের কাছে পাওয়া গিয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেললাইনে কোনও ফাটল নেই। আইবি ও উত্তর প্রদেশ পুলিশও তদন্ত করছে। যাত্রী অথবা কর্মীদের কোনও আঘাত লাগেনি।

এডিএম সিটি (কানপুর) রাকেশ বর্মা বলেছেন, "২২টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হয়নি। সমস্ত যাত্রীকে বাসে করে স্টেশনে ফেরত পাঠানো হয়েছে। এখানে একটি মেমো ট্রেনও চলছে... সৌভাগ্যবশত, কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।"

You might also like!