Country

4 months ago

Congress president Mallikarjun Kharge:কেন্দ্রে এখন সংখ্যালঘু সরকার রয়েছে, অনন্তনাগে ভোট-প্রচারে কটাক্ষ খাড়গের

Congress president Mallikarjun Kharge
Congress president Mallikarjun Kharge

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-জম্মু ও কাশ্মীরে ভোট-প্রচারে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।  জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এক নির্বাচনী প্রচারে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "এখন সংখ্যালঘু সরকার আছে, আগে ওরা (বিজেপি) বলত '৪০০ পাড়', তোমাদের ৪০০ পার কোথায়? আপনারা ২৪০ (সিট)-এ আছেন। যদি আমাদের আরও ২০টি আসন থাকত, তবে এই সমস্ত লোকজন জেলে থাকত এবং সেটাই তাঁদের প্রাপ্য।"

মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, বিজেপি অনেক বক্তৃতা দেয় কিন্তু কাজ এবং কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে...বিজেপি যতই চেষ্টা করুক না কেন, কংগ্রেস এবং এনসির জোট দুর্বল হবে না। আমরা সংসদে আমাদের শক্তি দেখিয়েছি... আমরা একই শক্তি নিয়ে এগিয়ে যাব।"

You might also like!