Game

1 week ago

Paris Paralympics 2024 : প্যারিস প্যারালিম্পিক্স: পদক তালিকায় ভারতের অবস্থান এখন ১৭ নম্বরে

Paris Paralympics 2024 (symbolic picture)
Paris Paralympics 2024 (symbolic picture)

 

প্যারিস, ৪ সেপ্টেম্বর : প্যারিস প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিনটা দারুন কাটল ভারতের। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারত তুলে নিয়েছে পাঁচটি পদক। দুটি রুপো জিতেছেন শরদ কুমার এবং অজিত সিং। ব্রোঞ্জ জিতেছেন সুন্দর সিং গুর্জর, মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং দীপ্তি জীবনজি (মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্টে)। এর ফলে ষষ্ঠ দিনের শেষে প্যারিসে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২০ (তিনটি সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ)। আপাতত পদক তালিকায় ১৭ নম্বরে আছে।

উল্লেখ্য গত টোকিয়ো অলিম্পিকে ভারত মোট ১৯টি পদক জিতেছিল। পেয়েছিল ৩টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ। এদিকে চীন মোট ১১৫ টি পদক নিয়ে রয়েছে শীর্ষস্থানে। তারা পেয়েছে ৫৩টি সোনা, ৪০টি রুপো ও ২২ টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে আছে গ্রেট ব্রিটেন।তাদের মোট পদক সংখ্যা ৬১টি। এর মধ্যে সোনা ৩০টি, ১৮টি রুপো ও ১৩ টি ব্রোঞ্জ। তৃতীয় স্থানে আছে আমেরিকা। তারা পেয়েছে ৫৩টি পদক। তার মধ্যে আছে ২০টি সোনা, ২২টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ।

You might also like!