Country

2 weeks ago

Fire at BJP office in Indore:ইন্দোরে বিজেপি কার্যালয়ে আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে

Fire at BJP office in Indore
Fire at BJP office in Indore

 

ইন্দোর, ১০ জুন : একটানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে তৃতীবারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোদী। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রবিবার সন্ধ্যায় আনন্দে মেতে ওঠে দেশের বিভিন্ন প্রান্ত। আনন্দ উদযাপন চলছিল মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপির কার্যালয়েও। ফাটানো হচ্ছিল আতশবাজি।

আর সেই আতশবাজি পড়ানোই হল কাল। আতশবাজি থেকে আগুন ধরে গেল বিজেপির কার্যালয়ে। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এসিপি তুষার সিং বলেছেন, আতশবাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করছিলেন বিজেপি কর্মীরা, সেই সময় বিজেপি অফিসের ওপরের তলায় আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।


You might also like!