Country

3 months ago

Preparations for Rath Yatra started in Pur: পুরীতে রথযাত্রার প্রস্তুতি শুরু, প্রভু জগন্নাথের রথ তৈরির কাজ চলছে জোরকদমে

Preparations for Rath Yatra started in Pur
Preparations for Rath Yatra started in Pur

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আগামী ৭ জুলাই রথযাত্রা, তার আগে ওডিশার পুরীতে রথযাত্রার প্রস্তুতি এখন তুঙ্গে। দিন-রাত এক করে প্রভু জগন্নাথ দেবের রথ তৈরির কাজ চলছে জোরকদমে। রথ নির্মাণের কাজে থাকা বাল কৃষ্ণ মোহরানা বলেছেন, "প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মার জন্য তিনটি রথ প্রস্তুত করা হয়েছে। জগন্নাথ জির রথে ১৬টি চাকা, বলভদ্র মহাপ্রভুর রথে ১৪টি চাকা এবং মা সুভদ্রার রথে ১২টি চাকা রয়েছে।"

তিনি আরও জানান, "নয়াগড়ের দসপাল্লার জঙ্গল থেকে প্রতি বছর নতুন কাঠ আসে। যাত্রার পর জগন্নাথ মন্দিরে প্রতিদিন প্রসাদ তৈরির জন্য রথের কাঠ জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা হয়। তিনটি রথের ৪২টি চাকাই ভক্তদের কাছে বিক্রি করা হয়... অক্ষয় তৃতীয়া থেকে রথযাত্রা পর্যন্ত দুই মাস ধরে নির্মাণ কাজ চলে। এখানে ৭ ধরনের শ্রমিক এবং কমপক্ষে ২০০ জন কাজ করছেন। সবকিছুই হাতে তৈরি ঐতিহ্যগতভাবে, কোনও আধুনিক সরঞ্জাম অথবা যন্ত্রপাতি ব্যবহার করা হয় না।"


You might also like!