Country

3 months ago

Draupadi Murmu : শুধুমাত্র জনশক্তির সাহায্যেই জলের শক্তি সঠিকভাবে সংগ্রহ ও ব্যবহার করা যায় : রাষ্ট্রপতি

Draupadi Murmu
Draupadi Murmu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- শুধুমাত্র জনশক্তির সাহায্যেই জলের শক্তি সঠিকভাবে সংগ্রহ ও ব্যবহার করা যায়। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  নতুন দিল্লির ভারত মণ্ডপমে চতুর্থ ভারত জল সপ্তাহের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, আমাদের প্রাচীন জল ব্যবস্থাপনা ব্যবস্থা আধুনিক প্রেক্ষাপটে গবেষণা ও কাজে লাগাতে হবে।

রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, জল সম্পদ সীমিত। সবার জন্য জলের সরবরাহ কেবল দক্ষ ব্যবহারের মাধ্যমেই সম্ভব। রাষ্ট্রপতির কথায়, শুধুমাত্র জনশক্তির সাহায্যেই জলের শক্তি সঠিকভাবে সংগ্রহ ও ব্যবহার করা যায়। জলশক্তির সঠিক সঞ্চয় ও ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে জলশক্তির প্রচেষ্টাকে গণআন্দোলনে রূপান্তরিত করতে হবে; সকল নাগরিককে জলযোদ্ধার ভূমিকা পালন করতে হবে।

You might also like!