Country

3 days ago

Weather Forcast in Delhi : উত্তর ভারতে শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশার পূর্বাভাস, বৃষ্টিরও সম্ভাবনা

Fog forecast with cold front in North India, rain also likely
Fog forecast with cold front in North India, rain also likely

 

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর : আগামী ২-৩ দিন পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে ভোরে ও রাতের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আগামী ২-৩ দিন পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় ও রাজস্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী কিছু দিন ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। সোমবার সকালেই ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল উত্তর প্রদেশের প্রয়াগরাজ ও অযোধ্যা, শৈত্যপ্রবাহ পরিস্থিতি ছিল পঞ্জাবে।

You might also like!