দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আকাশে পেজা তুলোর মেলা আর
কাশ ফুল মানেই মর্তে আসছেন মা দুর্গা। আর মাত্র সপ্তাহ দুইয়ের অপেক্ষা। তারপরই বাঙালি
মেতে উঠবে খুশির জোয়ারে,বাড়বে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। এই পরিস্থিতিতে চরম ব্যস্ততায়
দেখা যাচ্ছে মণ্ডপে মণ্ডপে। তেমনি ‘প্রাচীন সভ্যতার ইতিবৃত্ত’র থিমে সাজছে হুগলির
ব্যান্ডেল কেওটা নবীন সংঘের পুজো।
কোন কাপড় বা প্লাস্টিক নয়, পুরো মণ্ডপ সেজে উঠছে বালি,
ইট, সিমেন্ট ইত্যাদি দিয়ে। ইতিমধ্যেই
প্রায় ৩০০ বস্তা সিমেন্ট, কয়েক হাজার ইট এবং এক লরি বালি ব্যবহৃত হয়েছে মণ্ডপ তৈরির
কাজে। প্রাথমিকভাবে লক্ষাধিক টাকা বাজেট ধরা হলেও তা অনেকটাই ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা
রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এই পুজোয় মণ্ডপ সজ্জার মাধ্যমে প্রাচীন সভ্যতার দেব-দেবী
এবং তাদের কাহিনীগুলি তুলে ধরার পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। পুজো মণ্ডপে তৈরি হচ্ছে
বিভিন্ন দেবতাদের মূর্তি। সেগুলি সিমেন্টের। সেই কংক্রিটকে খোদাই করে নকশা কেটে দেওয়া
হচ্ছে দেবতাদের রূপ। মণ্ডপে থাকবে আলোর বিশেষ ব্যবহার। গত ১০-১৫ বছর ধরে মণ্ডপ ও প্রতিমায় দর্শকদের
মন কেড়েছে এই পুজো কমিটি। উদ্যোক্তাদের আশা, এবছরে তার অন্যথা হবে না।