দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর জি করের সেই অভিশপ্ত রাতে অভিশপ্ত স্মৃতি নিয়ে এদিন সন্ধ্যা হতেই নবদ্বীপের মায়াপুর বামন পুকুরে অগণিত কলেজ পড়ুয়া স্কুল ছাত্র-ছাত্রীরা মশাল হাতে রাস্তায় নামে সুবিচার পাওয়ার আশায়।। এই মিছিল বামুনপুকুর বাজার থেকে শুরু হয়ে বামুনপুকুর বাজারেই ফিরে আসে।। এদিন ছাত্র-ছাত্রীদের গলায় ছিল স্পষ্ট প্রতিবাদের ঝাঁজ, ছাত্র-ছাত্রীদের একটাই কন্ঠ সুবিচার দিতে হবে খুব তাড়াতাড়ি।। আরজিকরের মেধাবী ডাক্তারি ছাত্রিমৃত্যুর প্রতিবাদ ক্রমেই পশ্চিমবাংলা ছাড়িয়ে ভারত বর্ষ জুড়ে আন্দোলন দীর্ঘায়িত হয়েছে। সমাজের শিক্ষিত থেকে দিন মজুরসবাই এই প্রতিবাদে গোলা মিলিয়েছে।। শিক্ষার মন্দিরে এই নারকীয় হত্যা সাধারণ মানুষকে বিস্ময়ের মুখে ফেলেছে।
বামুন পুকুরের বাসিন্দার ইসাহুল হক এই দিন বলেন........ "আমাদের এই প্রতিবাদ মিছিল কোনরকম রাজনৈতিক মিছিল নয় আজ আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থেকে সরে গিয়ে এটি একটি ন্যায় বিচারের প্রতিবাদ, আমরা ন্যায় বিচারের আশায় আজ রাস্তায় নেমেছি এবং ন্যায় বিচারের প্রতিখায় আমরা থাকলাম।। সব মিলিয়ে এটাই বলা যায় যে এই প্রতিবাদ আজ সাধারণ মানুষের কন্ঠ হয়ে দাঁড়িয়েছে। ছাত্রীর মা-বাবা সহ সাধারণ মানুষ অপেক্ষায় থাকবে এই সুবিচারের আশায়।।