শিলিগুড়ি, ১৯ মে : বাংলাদেশে ভারত-বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারত সরকারের পদক্ষেপ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বাংলাদেশে ভারত-বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে ভারত সরকারের পদক্ষেপ করা উচিত। সোমবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, "অপারেশন সিঁদুর চলাকালীন, ভারত-বিরোধী সোশ্যাল মিডিয়া পোস্টগুলির বেশিরভাগই বাংলাদেশ থেকে এসেছিল। ভারত বাংলাদেশ তৈরি করেছে। আমাদের হাজার হাজার বিএসএফ এবং সেনা জওয়ান বাংলাদেশ গঠনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু, পহেলগাম হামলার পর পাকিস্তানি উগ্রপন্থীদের সমর্থনে মানুষ বাংলাদেশের রাস্তায় নেমে এসেছে। আমি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে অভিযোগ জানিয়েছিলাম। বাংলাদেশে ভারত-বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য ভারত সরকারের যা কিছু করা দরকার, তা করা উচিত।"
সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেকের এই মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, "তাঁর কোনও প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, তাঁরা একমাত্র পরিচয় হল সে মুখ্যমন্ত্রীর ভাইপো।"