West Bengal

1 year ago

Bus Accident:দীঘা থেকে ফেরার পথে ভয়ংকর পথ দুর্ঘটনা, আহত ২৭ যাত্রী

Bus a
Bus a

 

কলকাতা, ২৬ মার্চ  : রবিবার সাতসকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা। দিঘা-কলকাতা ১১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় জখম হলেন প্রায় ২৭ জন। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারকে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর সিগন্যাল পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে।

সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে ২৭ জন যাত্রী আহত হয়েছেন, এর মধ্যে ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, তাঁরা তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি চিকিৎসারত। অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রামতারকে সিগন্যাল পয়েন্টের কাছে মেচেদাগামী একটি এসবিএসটিসি বাসের পিছনে আচমকা এসে সজোরে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কার। ধাক্কার অভিঘাতে একেবারে দুমড়ে-মুচড়ে যায় তেল ট্যাঙ্কারটি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাসটিও। বাসের মধ্যে থাকা যাত্রীরা দুর্ঘটনার ফলে আহত হন। তেল ট্যাঙ্কারের চালক এবং খালাসিও গুরুতর আহত হন। এই ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। পাশাপাশি তেল ট্যাঙ্কারটির চালক ও খালাসিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন তাঁরা। জখম যাত্রীদের ও চালক খালাসিকে উদ্ধার করে তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটে সৃষ্টি হয়। তমলুক ও কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


You might also like!