West Bengal

1 week ago

West Bengal Assembly By Election 2024: হাড়োয়ায় উত্তেজনা, তৃণমূল এজেন্টের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর

Tension in Haroa, BJP candidate quarrels with Trinamool agent
Tension in Haroa, BJP candidate quarrels with Trinamool agent

 

হাড়োয়া, ১৩ নভেম্বর : উপনির্বাচনের ভোট শুরু হতেই উত্তেজনা ছড়াল হাড়োয়ার সদরপুর ২০০ নম্বর বুথে। বুধের মধ্যেই বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূলের বুথ এজেন্ট। বিমলের দাবি, দরজার পাশের ইভিএম মেশিন ঘুরিয়ে দিতে হবে। আপত্তি জানান ওই বুথের তৃণমূলের এজেন্ট।

তখনই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। শুধু বুথের ভেতরে নয়, বাইরেও উত্তেজনা ছড়ায়। দু’দলের কর্মী-সমর্থকেরা জড়ো হয় বুথের বাইরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। জটলা সরিয়ে দেয় তারা। উল্লেখ্য, হাড়োয়ায় লড়াই হচ্ছে চতুর্মুখী। তৃণমূল প্রার্থী হলেন শেখ রবিউল ইসলাম, বিজেপি প্রার্থী বিমল দাস, কংগ্রেস প্রার্থী হাবিব রাজা চৌধুরী ও আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম (বাম সমর্থিত)।

You might also like!