বালুরঘাট, ২৮ আগস্ট : বনধকে ঘিরে বালুরঘাটে উত্তেজনা ছড়ালো। বুধবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে। এক দিকে, বনধের সমর্থনে যখন বিজেপি কর্মী-সমর্থকেরা পিকেটিং করছে, তখন বনধের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেসও। দুই দলের সমর্থকদের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
বালুরঘাটে সরকারি বাস ছাড়লেও বেসরকারি পরিষেবা ব্যাহত হয়েছেই বলে খবর। বনধের প্রভাব পড়েছে স্থানীয় বাজাগুলোতেও। বন্ধ দোকানের ঝাঁপ। বালুরঘাটে পুলিশ এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে। অশান্তি ছড়ানোর অভিযোগে বালুরঘাটে বিজেপির টাউন সভাপতি সমীরপ্রসাদ দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।