Country

21 hours ago

SIR Showdown: এসআইআর নিয়ে সংসদ চত্বরে প্রতিবাদ বিরোধীদের

Opposition members protest In Parliament, Targets EC And PM Modi
Opposition members protest In Parliament, Targets EC And PM Modi

 

নয়াদিল্লি, ১ আগস্ট : এসআইআর-এর বিরুদ্ধে সংসদের বাইরে শুক্রবারও প্রতিবাদ অব্যাহত রাখল বিরোধী মঞ্চ ‘ইন্ডি’ জোট। এদিন বিরোধী মঞ্চের সাংসদেরা বিক্ষোভ দেখান, স্লোগান দেন। প্রতিবাদের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। এসআইআর নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় তৃণমূল সাংসদরাও। হাতের পোস্টারে লেখা, ‘চুপি চুপি ভোটের কারচুপি।’ এসআইআর-কে সাইলেন্ট ইনভিজবল রিগিং বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্টারে লেখা সে কথাও। এদিন ‘এসআইআর পে হল্লা বোল, হল্লা বোল হল্লা বোল’, তৃণমূল সাংসদ দোলা সেনের স্লোগানে গলা মেলান কংগ্রেস-সহ বিরোধী সাংসদরাও। উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। শেষে সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। মুলতুবি হয় লোকসভাও।

You might also like!