West Bengal

4 months ago

Digha:দীঘায় মহিলা পর্যটকদের কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হলো

Strict security arrangements have been made for women tourists in Digha
Strict security arrangements have been made for women tourists in Digha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দীঘা, শংকরপুর, তাজপুর ও মন্দারমনিতে মহিলা পর্যটকদের জন্য নৈশকালীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দীঘা মোহনা ও মন্দারমনি থানা।

দীঘা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সমুদ্র সৈকতে অধিক রাত পর্যন্ত পর্যটকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে মহিলা পর্যটকদের সুরক্ষার দিকে চেয়ে এই নির্দেশ জারি করা হয়েছে। এজন্য সন্ধ্যার দিক থেকে রাত বারোটা পর্যন্ত সৈকতের ধার গুলিতে পুলিশি টহলদরির ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া পর্যটন কেন্দ্রগুলিতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সমস্ত সিসি ক্যামেরা গুলিকে সক্রিয় করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে।

শরামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, 'আর জি কর কাণ্ডের পর সৈকত নগরী থানা গুলি এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিয়েছে।' সৈকত নগরীতে মহিলা পর্যটকদের জন্য থানাগুলির এই কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় মানুষ থেকে পর্যটকরা খুবই খুশি।

You might also like!