Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

West Bengal

4 months ago

South Eastern Railway to run special trains on the occasion of Holi: হোলি উপলক্ষে দক্ষিণ-পূর্ব রেলে বিশেষ ট্রেন

South Eastern Railway to run special trains on the occasion of Holi
South Eastern Railway to run special trains on the occasion of Holi

 

কলকাতা:  দক্ষিণ-পূর্ব রেল হোলি উপলক্ষে যাত্রীদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন দোল উৎসব উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ৷

চেরলাপল্লি-শালিমার-চেরলাপল্লি, চেরলাপল্লি-সাঁতরাগাছি-চেরলাপল্লি এবং সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনগুলির সময়সূচি দেখে আগেভাগেই যাত্রীদের টিকিট বুকিং নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

*07703/07704 চেরলাপল্লি-শালিমার-চেরলাপল্লি স্পেশাল—

চেরলাপল্লি থেকে ছাড়বে- আগামী ৯ মার্চ ও ১৬ মার্চ, রাত ৭.৪৫ মিনিটে৷ শালিমারে পৌঁছনোর সময়- যাত্রা শুরুর তৃতীয় দিনে দুপুর ২টোয় ৷

শালিমার থেকে ছাড়বে- আগামী ১১ মার্চ ও ১৮ মার্চ, ভোর ৫টায় ৷ চেরলাপল্লিতে পৌঁছনোর সময়- পরদিন সকাল ৮.১০ মিনিটে। বিশেষ ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি, খড়গপুর ও জালেশ্বর স্টেশনে থামবে।

07705/07706 চেরলাপল্লি-সাঁতরাগাছি-চেরলাপল্লি স্পেশাল— চেরলাপল্লি থেকে ছাড়বে- ৭ মার্চ ও ২১ মার্চ, সকাল ৭.১৫ মিনিটে। সাঁতরাগাছিতে পৌঁছনোর সময়- পরদিন সকাল ১০.৩০ মিনিটে।

সাঁতরাগাছি থেকে ছাড়বে- ৮ মার্চ ও ২২ মার্চ দুপুর ১২.৩৫ মিনিটে। চেরলাপল্লিতে পৌঁছনোর সময়- পরদিন বিকেল ৪.৪০ মিনিটে। বিশেষ ট্রেনটি খড়গপুর ও জালেশ্বর স্টেশনে থামবে।

এছাড়াও হোলি উপলক্ষে অতিরিক্ত যাত্রীদের সুবিধার্থে সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি রুটে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

02827/02828 সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি হোলি স্পেশাল— সাঁতরাগাছি থেকে ছাড়বে- ১২ মার্চ, সকাল ৭.৩০ মিনিটে। দ্বারভাঙায় পৌঁছনোর সময়- ওইদিনই সন্ধ্যা ৭.০৫ মিনিটে।

দ্বারভাঙা থেকে ছাড়বে- ১২ মার্চ, রাত ৮.২০ মিনিটে। সাঁতরাগাছিতে পৌঁছনোর সময়- পরদিন সকাল ৯টায়। বিশেষ ট্রেনটি ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঝা, কিয়ুল, বরৌনি ও সমস্তিপুর স্টেশনে থামবে।

You might also like!