West Bengal

20 hours ago

Sourav Ganguly’s Car Meets with Road Accident in Kolkata:বর্ধমানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সৌরভের গাড়ি

Sourav Ganguly’s Car Meets with Road Accident in Kolkata
Sourav Ganguly’s Car Meets with Road Accident in Kolkata

 

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখোমুখি হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার প্রবল বৃষ্টির মধ্যেই তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে।

বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিল ৬টি গাড়ির কনভয়। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়ের সামনে একটি লরি আচমকা ব্রেক কষে। আর এতেই ঘটে বিপত্তি। সৌরভের গাড়ির চালকও ব্রেক কষেন। কনভয়ের পিছনের গাড়িগুলিও ব্রেক কষলে তাদের মধ্যে ধাক্কা লাগে। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়িটির কোনও ক্ষতি হয়নি। তাঁর কনভয়ের পিছনে থাকা গাড়িগুলির সামান্য ক্ষতি হলেও চালক-সহ অন্যান্যরা সুস্থ রয়েছেন। এই দুর্ঘটনার পরেও বর্ধমানের নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন সৌরভ।

You might also like!