West Bengal

1 year ago

Jaynagar::সইফুদ্দিন লস্করকে খুনে চাঞ্চল্যকর তথ্য, খুন ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি মামলা রুজু

CPM supporter's house burnt down in Jayanagar
CPM supporter's house burnt down in Jayanagar

 

জয়নগর, ১৪ নভেম্বর : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, খুনের জন্য লক্ষাধিক টাকার সুপারি দেওয়া হয়েছিল। খুনের আগের দিনই এলাকায় চলে আসে ভাড়াটে খুনিরা। খুনের আগে রেকিও করে। এরপর ভোরবেলা নমাজ পড়তে যাওয়ার সময় পরিকল্পনামাফিক তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে ধরে গুলি চালায় আততায়ীরা।

এদিকে, জয়নগরে জোড়া খুন ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি মামলা রুজু করেছে জয়নগর থানার পুলিশ। তৃণমূল নেতা খুনের ঘটনায় তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে দলুয়াখাকি গ্রামের সিপিএম নেতা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পাশাপাশি, তৃণমূল নেতা খুনে অভিযুক্তকে পিটিয়ে মারার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে, সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে আগুন লাগানোর ঘটনাতেও পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।

You might also like!