West Bengal

1 year ago

Santanu Banerjee:দুর্নীতির মাস্টারমশাই পার্থ, আদালতে দাবি ইডির

partha
partha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার আলিপুরের সিবিআই কোর্টে দাঁড়িয়ে পাঁচ মিনিট বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । নিজের অন্তরের কথা বলতে গিয়ে পার্থ বলেছিলেন, ‘আমি ভাল ছাত্র ছিলাম। আমি ভাল পরিবারের সন্তান।’

শুক্রবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আদালতে পেশ করে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতির মাস্টারমশাই। বাকিরা সবাই ছাত্র।’ অর্থাৎ পার্থ পথ দেখিয়েছেন, পরিকল্পনা করেছেন, ছাত্র হিসাবে বাকিরা সেই পথে হেঁটেছেন, মাস্টারমশাইয়ের পরিকল্পনা বাস্তবায়িত করেছেন।

এর আগেও পার্থকে দুর্নীতির মাস্টারমাইন্ড বলেছিল ইডি। এদিন ফের তাঁকে কার্যত একই বিশেষণে ভূষিত করল কেন্দ্রীয় এজেন্সি। সেইসঙ্গে এদিন ইডি বলেছে, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি ক্রমশ গভীরে যাচ্ছে।

এদিন আদালতে ইডি বলেছে, শান্তনু, অয়ন শীলের যোগে পুর দুর্নীতির যে চক্রের সন্ধান পাওয়া গিয়েছে তাতে অনেক প্রভাবশালীর নাম রয়েছে। ইডি এও বলে, প্রকাশ্য এজলাসে তারা সেই প্রভাবশালীদের নাম প্রকাশ করতে অপারগ। কেস ডায়েরিতে সেইসব নাম রয়েছে। বিচারকের উদ্দেশে কেন্দ্রীয় এজেন্সি বলেন, ‘আপনি প্লজ একবার কেস ডায়েরিতে থাকা নামগুলো একবার দেখুন।’

You might also like!