West Bengal

1 year ago

Byron Biswas: বুধবার শপথ নেবেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

Byron Biswas
Byron Biswas

 

কলকাতা, ২২ মার্চ : ভোটে জেতার ২০ দিন পর বুধবার বিধানসভায় শপথ নিতে চলেছেন সাগরদিঘির কংগ্রেসের জয়ী প্রার্থী বায়রন বিশ্বাস। এদিকে, শপথের আগেই বায়রনের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে তদন্ত শুরু করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে সামসেরগঞ্জের ধুলিয়ানে অবস্থিত তৃণমূল নেতা সঞ্জয় জৈনের বাড়িতে যান পুলিশের আধিকারিকরা। কথা বলেন সঞ্জয় জৈন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে।

বুধবার দুপুর ১টায় বিধানসভায় শপথ নেবেন বায়রন।ভোটের ফলপ্রকাশের ২০দিনের মাথায় শপথ নিতে চলেছেন তিনি। সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী হন বায়রন । এতদিন হয়ে গেলেও শপথে দেরি কেন? এনিয়ে বিধানসভার স্পিকারকে বিধায়ক পদে বাইরনকে শপথ গ্রহণ করাতে বলেন সিভি আনন্দ বোস। শনিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন নবনির্বাচিত কংগ্রেস প্রার্থী। স্পিকার তাঁকে জানিয়ে দেন, শপথ গ্রহণের দিন ঠিক করবেন রাজ্যপাল।

জানা গেছে, সোমবার বিকেলে সামসেরগঞ্জের ধুলিয়ানের তৃণমূল নেতা সঞ্জয় জৈনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস ও তাঁর সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সন্ধ্যায় চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় সামসেরগঞ্জে। থানার সামনে সামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ শুরু করেন দলের কর্মী সমর্থকরা।

টানা প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভের পরে ফরাক্কার এসডিপিও রসপ্রীত সিংয়ের আশ্বাসে অবস্থান-বিক্ষোভ ওঠে। বায়রন বিশ্বাসের বিরুদ্ধে সামসেরগঞ্জ থানায় এফআইআর দায়ের করেন তৃণমূল নেতা সঞ্জয় জৈন। আর এফআইআর দায়ের হতেই অতি তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কথোপকথনের অডিও এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!