West Bengal

1 week ago

Narendra Modi: 'পরের জন্মে বাংলায় জন্ম নেব' মালদায় বাংলাকে নিয়ে আবেগের সুর মোদীর কণ্ঠে

Narendra Modi (File Picture)
Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার বঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে ভোট চলছে। এদিকে এই দিনই রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরাতন মালদায় সভা করেন তিনি। এদিনের সভা থেকে মোদী বলেন, 'আপনাদের ভালোবাসা দেখে আপ্লুত। মনে হয় আগের জন্মে বাংলায় জন্মেছিলাম। না হলে পরের জন্মে বাংলায় কোনও মায়ের কোলে জন্মগ্রহণ করব।'

এদিন এসএসসিতে প্রায় ২৬ হাজারের চাকরি যাওয়া প্রসঙ্গে তৃণমূলকে তোপ দেগে মোদী বলেন, 'তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাঁদের জন্য শিক্ষাক্ষেত্রে এত দুর্নীতি হয়েছে যে ২৬ হাজার পরিবারের সুখ নষ্ট হয়েছে। রুটিরুজি চলে গিয়েছে বহু মানুষের। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।'এদিন তৃণমূলকে কটাক্ষ করে মোদী বলেন, 'প্রথম দফা নির্বাচনেই ধ্বস্ত হয়ে গিয়েছে বিরোধীরা। তৃণমূলের শাসনকালে কেবল দুর্নীতি হয়েছে। এরা উন্নয়নকে স্তব্ধ করে রেখেছে। তৃণমূল দুর্নীতি করে আর মানুষকে ভুগতে হয়। বাংলায় কাট কমিশন ছাড়া কিছু হয় না। এরা কৃষকদেরকেও ছাড়ে না।'

এদিন নরেন্দ্র মোদী বলেন, 'কংগ্রেসের লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি। ওরা একটা এক্স রে মেশিন এনেছে। মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে। এই সম্পত্তি নিজেদের ভোটব্যাঙ্কগুলিকে দেবে। এর বিপক্ষে তৃণমূল কোনও কথা বলে না। সমর্থন করছে।'

এখানেই শেষ নয়, এদিনের সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে 'জোট রয়েছে' বলে মন্তব্য করতে শোনা যায় মোদীর কণ্ঠে। তিনি বলেন, 'তুষ্টিকরণের কারণে তৃণমূল এবং কংগ্রেস CAA-র বিরোধিতা করছে। এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য। ছিনিয়ে নেওয়ার জন্য নয়।'

রাজ্যে প্রচারে এসে প্রথম থেকেই সন্দেশখালি নিয়ে সরব হতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ফের একবার সরব হয়েছেন তিনি। এদিন মোদী বলেন, 'সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে। মালদাতেও মহিলাদের উপর নির্যাতন হয়েছে। কিন্তু, তৃণমূল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। মহিলাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।'

এদিন মালদা দক্ষিণের BJP প্রার্যী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং মালদা উত্তরের BJP প্রার্থী খগেন মুর্মুর হয়ে প্রচার করেন মোদী। শ্রীরূপা মিত্র চৌধুরীকে 'নির্ভয়া' বলে সম্বোধন করেন মোদী। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে এর আগে একাধিকবার বঙ্গে প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী। ফের একবার মালদা থেকে তিনি নিশানা করলেন।

You might also like!