Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Delhi Zoo temporarily closed: দিল্লির মথুরা রোডের চিড়িয়াখানায় বার্ডফ্লুর সংক্রমণ, বন্ধ থাকছে দর্শনার্থীদের জন্য

Delhi Zoo temporarily closed after H5N1 bird flu
Delhi Zoo temporarily closed after H5N1 bird flu

 

নয়াদিল্লি, ৩০ আগস্ট : দিল্লির মথুরা রোডের চিড়িয়াখানায় বার্ডফ্লুর সংক্রমণের হদিশ মিলেছে। তাই শনিবার থেকে পরবর্তী নির্দেশ পর্যন্ত চিড়িয়াখানা বন্ধ থাকছে দর্শনার্থীদের জন্য। দু'টি নমুনায় এইচ৫এন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে, তাই নতুন দিল্লির মথুরা রোডেয় জাতীয় প্রাণিবিদ্যা উদ্যান শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

নারুনাল জুওলজিক্যাল পার্কের পরিচালক সঞ্জিত কুমার বলেন, "ন্যাশনাল জুওলজিক্যাল পার্কের জলপাখির খাঁচায় থাকা দু'টি মৃত রঙিন স্টর্কের নমুনা ২৭ আগস্ট ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজেস (এনআইএইচএসএডি) -এ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ২৮ আগস্ট সন্ধ্যায় এনআইএইচএসএডি, ভোপাল উভয় নমুনাতেই এইচএসএন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে। অন্যান্য প্রাণী, পাখি এবং চিড়িয়াখানার সুরক্ষা কর্মীদের মধ্যে এর বিস্তার রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল জুওলজিক্যাল পার্কের প্রাণী, পাখি এবং কর্মীদের মধ্যে রোগের বিস্তার এবং যোগাযোগ রোধে নিবিড় নজরদারি এবং কঠোর জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপাতত চিড়িয়াখানা বন্ধ থাকছে।"

You might also like!