Country

1 week ago

P Chidambaram:ভোট দিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম, বিরোধী জোটের জয় নিয়ে তিনি আশাবাদী

P Chidambaram
P Chidambaram

 

শিবগঙ্গা, ১৯ এপ্রিল : শুক্রবার সকাল সকাল তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার একটি বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম। শিবগঙ্গা লোকসভা আসন থেকেই এ বার কংগ্রেস প্রার্থী করেছে চিদম্বরম-পুত্র কার্তিকে। বিজেপির হয়ে লড়ছেন দেবনাথন যাদব এবং এআইএডিএমকে-র প্রার্থী জেভিয়েরদাস। ২০১৯ সালে এই আসন থেকেই জিতে সাংসদ হয়েছিলেন চিদম্বরম-পুত্র। এদিন ভোট দেওয়ার পর চিদম্বরম বলেছেন, "আমি খুবই খুশি এবং গর্বিত যে আমি লোকসভা নির্বাচনে আমার ভোট দিতে পেরেছি। যতদূর পর্যন্ত তামিলনাড়ু বিষয়, আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে আইএনডিআই জোট তামিলনাড়ুর ৩৯টি সংসদীয় আসনের সবকটিতেই জয়লাভ করবে। এটি নির্বাচনের প্রথম দফা, সাতটি দফা রয়েছে। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে আমরা তামিলনাড়ুর সব আসনেই জিতব।" কংগ্রেস নেতা এবং শিবগঙ্গা আসনের প্রার্থী কার্তি পি চিদম্বরম বলেছেন, "বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতি খুবই অসন্তুষ্ট জনতা এবং বিজেপি সরকারকে ভোট দেওয়া থেকে বিরত থেকে বিদায় করবে এবং জনগণ তামিলনাড়ুতে আইএনডিআই জোটের পক্ষে অপ্রতিরোধ্যভাবে ভোট দেবে৷" 

You might also like!