Country

2 weeks ago

PM Narendra Modi:কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটে সরিয়ে দেওয়া হল প্রধানমন্ত্রী মোদীর ছবি

PM Modi's photo removed from Covid vaccine certificate
PM Modi's photo removed from Covid vaccine certificate

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ করোনার ভ্যাকসিন সার্টিফিকেট থেকে উধাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মধ্যেই তুঙ্গে বিতর্ক সোশাল মিডিয়ায়।

কোভিড নিয়ে বিরাট আতঙ্কের মাঝে ভ্যাকসিন বেরনোর খবরে স্বস্তি পেয়েছিল দেশবাসী। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকাই দেশে দেওয়া শুরু হয়। যারা যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের কেন্দ্রীয় সরকারের তরফে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। টিকা সংক্রান্ত বিশদ তথ্য ছাড়াও তাতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। কিন্তু এখন একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে, কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোদীর ছবি। তাহলে কি কোভিশিল্ড নিয়ে বিতর্কের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সন্দেহ করছেন অনেকে। 

এই ব্যাপারে অবশ্য ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তারা জানিয়েছে, এখন চলছে লোকসভা নির্বাচন। তাই আদর্শ নির্বাচনী আচরণবিধি মেনেই কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী মোদীর ছবি সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২০২২ সালে একাধিক রাজ্যের বিধানসভা ভোটের সময়ও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। 

অ্যাস্ট্রজেনেকার তৈরি টিকা নেওয়াদের অনেকের মধ্যে থ্রম্বোসিসের সঙ্গেই থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম দেখা দিয়েছে। অর্থাৎ একদিকে রক্তনালিতে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে, অন্যদিকে দ্রুত কমেছে প্লেটলেটের সংখ্যা। এই বিরল রোগে কারণেও মৃত্যুও হয়েছে বলে দাবি। তারপরেই ব্রিটেনের আদালতে এই টিকার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এই সংস্থার সঙ্গে হাত মিলিয়েই ভারতে কোভিশিল্ড টিকা তৈরি করে সিরাম ইনস্টিটিউট। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ১০ লক্ষ মানুষের মধ্যে একজনের ভ্যাকসিনের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে বড় সংখ্যক মানুষ ভ্যাকসিনের ডোজে সুরক্ষিত।  


You might also like!