Country

1 week ago

Rich candidate Poor candidate: প্রথম দফার ভোটে ধনীতম প্রার্থী কংগ্রেসের নকুল নাথের সম্পত্তি ৭১৬ কোটি, সবচেয়ে গরিব প্রার্থীর হাতে ৩২০ টাকা

Rich candidate Poor candidate (File Picture)
Rich candidate Poor candidate (File Picture)

 

নয়াদিল্লি, ১৯ এপ্রিল: শুক্রবার দেশের প্রথম দফার লোকসভা নির্বাচনে একাধিক বড় বড় প্রার্থীর ভাগ্যপরীক্ষা। প্রথম দফার ভোটে সবথেকে ধনী প্রার্থী যিনি তাঁর সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি টাকা। আর সবচেয়ে গরিব প্রার্থীর সম্পত্তির পরিমাণ ৩২০ টাকা।

প্রথম দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে কংগ্রেস প্রার্থী নকুল নাথ। তিনি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বিদায়ী সাংসদ। নকুল নাথের সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি টাকা। দ্বিতীয় ধনীতম প্রার্থী হলেন এআইএডিএমকে-র প্রার্থী অশোক কুমার। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৬২ কোটি টাকা। আর তৃতীয় ধনীতম প্রার্থী হলেন বিজেপির দেবনাথন যাদব। তিনি তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কংগ্রেসের কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে। তাঁর সম্পত্তির পরিমাণ ৩০৪ কোটি টাকা। আর কার্তি চিদাম্বরমের সম্পত্তির পরিমাণ ৯৬ কোটি টাকা।

নির্বাচন কমিশনের কাছে জমা পড়া হলফনামায় দেখা গেছে, ৪৫০ জন প্রার্থী কোটিপতি। আর ১৬২৫ জন প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থীর কোনও সম্পত্তিই নেই। সবথেকে গরিব প্রার্থী পোনরাজ কে। তামিলনাড়ুর থুত্থুকোডি থেকে দাঁড়ানো এই নির্দল প্রার্থীর সম্পত্তির পরিমাণ মোটে ৩২০ টাকা। মহারাষ্ট্রের রামটেকের নির্দল প্রার্থী কার্তিক গেন্দলাজি ও তামিলনাড়ুর চেন্নাই উত্তর-এর প্রার্থীর সম্পত্তি মাত্র ৫০০ টাকা।


You might also like!