মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল : জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের বাড়িতে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দেখা করলেন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তিনি বাড়ি থেকে বেরতেই তাঁকে ঘিরে এলাকায় বিএসএফ ক্যাম্প করার দাবিতে প্ল্যাকার্ড হাতে দাবি জানাতে থাকেন স্থানীয়রা। বিষয়টি রাজ্যকে জানাবেন বলে জানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এদিকে এই দিনেই সেই জেলার বেতবোনা গ্রামে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, তাঁদের কথা রাজ্যপালকে বলতে দেওয়া হয়নি। সেখানে পুলিশ তাঁকে দাঁড়াতে দেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।