হুগলি, ৩১ মার্চ : একদিকে পালিত হচ্ছে ইদ উৎসব। অন্যদিকে চৈত্রের গাজন উৎসবও চলছে। সোমবার হওয়ায় তারকেশ্বর মন্দিরে ছিল ভক্তদের ভিড়। শিবের মাথায় জল দিতে দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন এদিন। সেখানেই দেখা গেল এক অনন্য সম্প্রীতির ছবি। এদিন মন্দিরে আসা পুণ্যার্থীদের জন্য শরবত নিয়ে আসেন একদল মুসলমান যুবক। সোমবার সকাল থেকেই তারকেশ্বর-আরামবাগ এলাকার মুসলমান অধ্যুষিত এলাকায় নামাজ পড়া শুরু হয়। নামাজের পর তারকেশ্বর মন্দিরে আসা পুণ্যার্থীদের শরবত দিয়ে তৃষ্ণা মেটান তারকেশ্বরের বাগবাড়ি এলাকার একদল মুসলমান যুবক। এদিন সকাল থেকেই বিপুল সংখ্যক পুণ্যার্থী তারকেশ্বরে যান। এসময় ভক্তদের শরবত দেন একদল মুসলমান যুবক। তারকেশ্বরে তাঁদের এই উদ্যোগের প্রশংসা করেছেন ভক্তরা।