West Bengal

1 year ago

Minister can't use pilot car : পাইলট কার, লাল বাতি ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী, নির্দেশ মমতার

No minister can use pilot car, red light, says Mamata
No minister can use pilot car, red light, says Mamata

 

কলকাতা : রাজ্যের মন্ত্রীদের লাল বাতি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে ছিল রাজ্যে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেই বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিনের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কোনও মন্ত্রী আর কলকাতায় পাইলট কার নিয়ে ঘুরতে পারবেন না। 

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রদবদলের পর বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নতুন ও পুরনো মন্ত্রীদের উদ্দেশে একগুচ্ছ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে সারা বাংলায় লাল বাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একইসঙ্গে এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, কোনও মন্ত্রী লোকাল এলাকা, কলকাতা বা জনবসতিপূর্ণ এলাকায় পাইলট কার নিয়ে ঘুরতে পারবেন না। তবে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় পাইলট কার ব্যবহার করতে পারবেন।

You might also like!