ক্যানিং, ২৫ জুলাই : স্ত্রী ও মেয়েকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মা সাহানারা লস্কর ও মেয়ে শাকিলা লস্কর ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের পাংগাস খালি গ্রামে। রাতের অন্ধকারে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত সাহানারা লস্কর ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে শফিক লস্করের সঙ্গে বিয়ে হয় সাহানারা লস্করের। তাঁদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। সংসারের আর্থিক অসচ্ছলতার কারণে সাহানারা কলকাতায় পরিচারিকার কাজ করেন।
অভিযোগ, শফিক দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে মঙ্গলবার পাংগাস খালি গ্রামে আসেন। এই নিয়ে প্রথম স্ত্রীর সাথে বচসা হয়। বুধবার রাতে আবারও সংসার কীভাবে চলবে এই নিয়ে প্রথম স্ত্রীর সাথে বচসা হয় শফিকের। প্রতিবাদ করায় শফিক প্রথম স্ত্রী সাহানারাকে বেধড়ক মারধর করে। মাকে মারধর থেকে বাঁচাতে এগিয়ে এলে মেয়ে শাকিলাকেও লাঠি ও কোদালের বাঁট দিয়ে আঘাত করা হয়। প্রতিবেশীরা মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দুজনেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।