West Bengal

1 month ago

Subhendu Adhikari : প্রশ্ন–উত্তর পর্বের মধ্যে দিয়েই রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রম শুরু

Subhendu Adhikari (symbolic picture)
Subhendu Adhikari (symbolic picture)

 

কলকাতা, ২৪ জুলাই : প্রশ্ন ও উত্তর পর্বের মধ্যে দিয়েই বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। যদিও এক ঘন্টা পর বারোটা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভায় যোগ দেন। এদিকে, এ রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে বিজেপির সদস্যরা এক মুলতুবি প্রস্তাব উত্থাপন করে। এ নিয়ে আলোচনা চায় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়কেরা জোরদার দাবি করেছেন। অগ্নিমিত্র পল এই প্রস্তাব আনেন। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় তা পাঠ করতে দেন। তবে, সভায় কাজ মুলতুবি ঘোষণা করার ওই দাবি খারিজ করে দেন। এ নিয়ে সভায় বেশ কিছুক্ষণ ধরে চলে গোলমাল। হইচই বাঁধে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও অন্যান্য সদস্যরা নিজের আসন ছেড়ে উঠে পড়েন। জোরালো প্রতিবাদ করতে থাকেন তাদের সকলে। এর মাঝেই চলতে থাকে কাজ। যদিও খানিক বিঘ্ন ঘটে। প্রায় দশ মিনিট ধরে গোলমাল চলে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সরকারি বিবৃতি দাবি করেছেন। এ নিয়ে চাপানউতোর চলে। অধ্যক্ষ সভায় কাজ চালাতে সাহায্য চান এবং তিনি বলেন, এ ব্যাপারে সভা মুলতুবি ঘোষণা করা যাবে না। কাজ চলবে। এতে বিরোধীরা সরব হয়। তাদের বক্তব্য, কন্ঠরোধ করা হয়েছে। প্রতি মুহুর্তেই এই সভায় বিরোধীদের দাবিকে অগ্রাহ্য করা হয়। এর ফলে চলবে প্রতিবাদ। প্রথমার্ধের সভায় যদিও বিরোধীরা এই আপত্তি জানিয়েছে। তবে ওয়াক আউট করেননি। এই মুহূর্তে প্রথমার্ধের সভায় বিরতি ঘোষণা করা হয়েছে ।

You might also like!