দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঘূর্ণিঝড় ও বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাজ্যে নতুন ২৪টি বহুমুখী আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে পাঁচটির নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ আহমেদ খান জানিয়েছেন। বিধানসভায় তৃণমূল কংগ্রেস সদস্য সুকান্ত কুমার পালের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে ৪৩০ টি ফ্লাড সেন্টার রয়েছে। আধুনিক বহুমুখী সাইক্লোন সেন্টারের সংখ্যা ২২১টি। রাজ্যের তিন ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় জেলায় ওই কেন্দ্রগুলি গড়ে তোলা হয়েছে।
বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, ২২১টি নতুন বহুমুখী সাইক্লোন সেন্টারের মধ্যে উত্তর ২৪ পরগনায় ৬৩টি, দক্ষিণ ২৪ পরগনায় ১১৫টি এবং পূর্ব মেদিনীপুরের ৪৩টি গড়ে তোলা হয়েছে। নতুন যে ২৪ টি সাইক্লোন সেন্টার তৈরি করা হবে তার মধ্যে চারটি উত্তর ২৪ পরগনায়, ১৫টি দক্ষিণ ২৪ পরগনায় এবং পাঁচটি পূর্ব মেদিনীপুরে গড়ে উঠবে। এই জন্য আনুমানিক খরচের পরিমাণ সাড়ে চার কোটি টাকা।