দুবরাজপুর, ১৭ জুলাই ঃ মহররমের পবিত্র মাস উপলক্ষে দুবরাজপুরে মহররম উৎসব উদযাপিত হলো। ইসলামের ইতিহাসে মহররম মাসের বিশেষ গুরুত্ব থাকায়, এই মাসকে সম্মানিত হিসেবে আখ্যায়িত করা হয়। মহররম মাসের বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনার স্মরণে মুসলিম সম্প্রদায়ের লোকেরা নামাজ, কোরান পাঠ, এবং দরিদ্র অসহায়দের দান-দক্ষিণা দিয়ে এই দিনটি পালন করেন। অনেক জায়গায় তাজিয়া মিছিল বের করার প্রচলনও রয়েছে। দুবরাজপুরে এদিন মুসলিম ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে একটি পদযাত্রার মাধ্যমে মহররমের কর্মসূচি পালন করেন। স্থানীয় মুসলিম ধর্মাবলম্বীদের উৎসাহ-উদ্দীপনা এবং অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।