Country

8 hours ago

Pahalgam Attack fallout: ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত

Paramilitary soldiers stands guard near Pahalgam, south of Srinagar, after the terror attack
Paramilitary soldiers stands guard near Pahalgam, south of Srinagar, after the terror attack

 

জম্মু, ২৬ এপ্রিল : বিনা প্ররোচনায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে আবারও গুলি চালাল পাকিস্তান। শুক্রবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতও। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার মধ্যরাতে (২৫-২৬ এপ্রিল রাতেই) কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন পোস্ট থেকে বিনা উস্কানিতে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী যথাযথ জবাব ফিরিয়ে দিয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, পহেলগামে জঙ্গি হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এই আবহে পাকিস্তানের দিকে সামরিক তৎপরতা বৃদ্ধির খবর আসছে। প্রস্তুত রয়েছে ভারতও। এই আবহে আবারও সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করল পাকিস্তান।


You might also like!