Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

West Bengal

1 month ago

Nadia News: নদিয়ায় প্রৌঢ়ার রহস্যজনক খুন, পুজোর নগদসহ ঘর থেকে উধাও টাকা!

Mysterious murder in Nadia
Mysterious murder in Nadia

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নদিয়ার তাহেরপুর থানার কামগাছি এলাকায় চতুর্থীর রাতে ঘটে গিয়েছে হাড়হিম করা এক ঘটনা। এক প্রৌঢ়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাঁর ঘর থেকে,এমনকি ৫ হাজার নগদ টাকা উধাও হয়ে গেছে। মৃতার পরিবার ও প্রতিবেশীরা অভিযোগ করেছেন, দুষ্কৃতীরা প্রৌঢ়াকে হত্যা করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার স্থানীয়রা রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

মৃতার নাম শঙ্করী শর্মা। বছর ছাপান্ন বয়সের প্রৌঢ়া গতকাল রাতে বাড়িতে একাই ছিলেন। পরিবারের অন্যান্যরা বাইরে গিয়েছিলেন। রাতে ফিরে দেখা যায়, ঘরের দরজা খোলা। বিছানার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই তিনি মারা গিয়েছেন।

পরিবার সূত্রে খবর, দুর্গাপুজো উপলক্ষ্যে গতকাল, বৃহস্পতিবারই ব্যাঙ্ক থেকে পাঁচহাজার টাকা তোলা হয়েছিল। ওই টাকা ঘরেই রাখা ছিল। দুষ্কৃতীরা কি ওই টাকা নেওয়ার জন্যই হানা দিয়েছিল? বাধা দিলে খুন করা হয় ওই প্রৌঢ়াকে? নাকি শঙ্করী শর্মাকে খুনের জন্যই দুষ্কৃতীরা হানা দিয়েছিল? চতুর্থীর রাতে ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার স্থানীয় বাসিন্দারা রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করেন এবং দুষ্কৃতীদের দ্রুত শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রানাঘাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশ নিহত পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। তাহেরপুর থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

You might also like!