West Bengal

19 hours ago

INTERNATIONAL MOTHER LANGUAGE DAY: বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে উদযাপিত হল না মাতৃভাষা দিবস

'International Mother Language Day' celebrated at Visva-Bharati
'International Mother Language Day' celebrated at Visva-Bharati

 

বীরভূম, ২১ ফেব্রুয়ারি : মাতৃভাষা দিবসে বাংলাদেশের জটিল পরিস্থিতির মধ্যে বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে উদযাপিত হল না মাতৃভাষা দিবস। এমনকী বাতিল করা হয়েছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও। যদিও মূল অনুষ্ঠান বন্ধ হয়নি। তা হয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে। শুক্রবার সকালে পূরবী গেট থেকে একটি শোভাযাত্রাও হয়েছে। বাংলাদেশ ভবনের সংস্কারের কাজ চলায় অনুষ্ঠান করা যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে বর্ণাঢ্য পদযাত্রা হয়। সেখানে অংশ নেন উপাচার্য বিনয় কুমার সোরেন, অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, জনসংযোগ আধিকারিক-সহ বিভিন্ন ভবনের পড়ুয়ারা। বিশ্বভারতীর পড়ুয়ারা বলেন, “বাংলাদেশ ভবনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান না হলেও সকালে ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের মিলিত বর্ণাঢ্য পদযাত্রা ছাড়াও আলপনা দিয়েও রাঙিয়ে তোলা হয় ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা।”


You might also like!