West Bengal

9 hours ago

Rail blockade: ট্রেনে মহিলা কামড়া বাড়ানোর দাবি, মথুরাপুরে বিক্ষোভ যাত্রীদের

Passengers block train on Sealdah South branch
Passengers block train on Sealdah South branch

 

মথুরাপুর, ২৪ মে : আবারও মহিলা কামরা বাড়ানোর দাবিতে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন অবরোধ। শনিবার সকাল থেকেই আপ লক্ষ্মীকান্তপুর শিয়ালদহ লোকাল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা নিত্যযাত্রীরা। এর ফলে এদিন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সকাল থেকেই।নিত্যযাত্রীদের দাবি, সকাল ০৫.৫০-এ যে ট্রেনটি লক্ষীকান্তপুর থেকে মথুরাপুর হয়ে শিয়ালদহ পৌঁছয় সেই ট্রেনে মহিলা কামরা কম থাকায় মহিলা যাত্রীদের ট্রেনে ওঠার অসুবিধায় পড়তে হয়। এই ট্রেনে মহিলা কামড়া বাড়ানোর দাবিতেই এই বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসেছে। কিন্তু এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

You might also like!