West Bengal

1 year ago

Agitation in Rail Station: এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু, উত্তেজিত জনতা ভাঙচুর চালাল গোবরা স্টেশনে

Hooghly Gobra station riots over one person's death
Hooghly Gobra station riots over one person's death

 

হুগলি, ১ অক্টোবর  : এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে হুগলি গোবরা স্টেশনে ধুন্ধুমার। শনিবার রাতে রেলগেট পেরনোর সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুতে উত্তেজিত জনতা গোবরা স্টেশনে ভাঙচুর চালায়। তাদের দাবি গোবরা স্টেশন দিয়ে দূরপাল্লা বা লোকাল যে ট্রেনই যাক না কেন তার ঘোষণা করতে হবে। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

জানা গেছে, শনিবার রাত নটা দশ নাগাদ হাওড়া-বর্ধমান কর্ড লাইনের গোবরা স্টেশনের রেলগেট বন্ধ ছিল। সে সময় কয়েকজন রেলগেট পার হওয়ার চেষ্টা করেন। এক সঙ্গে তিনটে লাইনে ট্রেন এসে যায়। বাকিরা সরে যান। তবে এক ব্যক্তি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তি ডানকুনির চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেই জানা গিয়েছে। ঘটনার পরই প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় কামারকুণ্ডু জিআরপি থানার পুলিশ, আরপিএফ ও ডানকুনি থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। ভাঙচুর চলে টিকিট কাউন্টারেও।

স্থানীয়দের অভিযোগ, গোবরা স্টেশন দিয়ে দূরপাল্লার একাধিক ট্রেন যায়। কোনও ঘোষণা হয় না। ফলে বোঝা যায় না কখন ট্রেন আসছে, কোন লাইনে ট্রেন আসছে। যেকোনো ট্রেন তা লোকাল বা দূরপাল্লার যাই হোক না কেন ঘোষণা করতে হবে বলেই দাবি বিক্ষোভকারীদের।

You might also like!