West Bengal

1 month ago

Left nominated CPIM candidate Devaraj Barman :ধুপগুড়িতে রবিবাসরীয় প্রচারে বাম মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন

Left nominated CPIM candidate Devaraj Barman
Left nominated CPIM candidate Devaraj Barman

 

জলপাইগুড়ি, ২৪ মার্চ : সাত সকালে রবিবারসরীয় প্রচারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন প্রচার সারলেন ধুপগুড়ি মহকুমার ৭ ও ১১ নম্বর ওয়ার্ডে । এদিন বামফ্রন্ট কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন দেবরাজ বর্মন। সিপিআই(এম) প্রার্থীকে সামনে পেয়ে তাদের অভাব অভিযোগ এর কথা তুলে ধরেন ধুপগুড়ির এই দুই ওয়ার্ডের বাসিন্দারা।কৃষি প্রধান এলাকায় রয়েছে বহুমুখী হিমঘরের দাবি, নদী ভাঙ্গনের সমস্যা দীর্ঘদিনের। নির্বাচিত পৌরবোর্ড না থাকায় পৌর পরিষেবা থেকে বঞ্চিত ধুপগুড়ির মানুষ।

বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন বলেন ধুপগুড়ি রেগুলেটেড মার্কেটে সরকারি নিয়ন্ত্রণে ক্রয়-বিক্রয় চালু করা এলাকায় বহুমুখী হিমঘর স্থাপনের উদ্যোগ নেওয়া নদী ভাঙ্গনের সমস্যা দূর করতে ব্যবস্থা নেওয়া সহ ধুপগুড়ি এলাকার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে মানুষ আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমরা আশাবাদী। প্রার্থীর সাথে ধুপগুড়িতে প্রচারে অংশ নেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক মমতা রায় সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা সভাপতি প্রান গোপাল ভাওয়াল যুব নেতা বিলব্রত ঘোষ সহ অন্যান্য পার্টি ও বামফ্রন্টের নেতৃবৃন্দ।


You might also like!